Site icon Jamuna Television

চেলসির ২-১ গোলে হার, ম্যানচেস্টারকে রুখে দিয়েছে আলবিওন

ইংলিশ প্রিমিয়ার লিগে জায়ান্টদের জন্য পয়েন্ট হারানোর রাত ছিলো কাল। চেলসিকে ২-১ গোলে হারিয়েছে উলভারহ্যাম্পটন। আর ম্যানচেস্টার সিটিকে ১-১ গোলে রুখে দিয়েছে ওয়েস্ট ব্রমউইচ আলবিওন।

অ্যাওয়ে ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলো চেলসি। কিন্তু প্রথমার্ধে গোলের দেখা পায়নি ব্লুরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই সাফল্য পায় ল্যাম্পার্ডের দল। ৪৯ মিনিটে স্কোর শিটে নাম তোলেন অলিভিয়ের জিরু। ৬৬ মিনিটে ড্যানিয়েল পডেন্সের গোলে সমতায় ফেরে উলভস। প্রথমার্ধের ইনজুরি সময়ে পেড্রো নেটো স্কোর শিটে নাম তুললে হারের লজ্জা পায় চেলসি। টানা দুই হারে টেবিলের ৫ নম্বরে নেমে গেছে ল্যাম্পার্ডের দল।

আরেক ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলো ওয়েস্ট ব্রমউইচ ও ম্যানসিটি ম্যাচ। তবে প্রথম লিড নেয় সিটিজেনরা। ৩০ মিনিটে গন্ডোগানের গোলে এগিয়ে যায় গার্দিওলার দল। ৪৪ মিনিটে সমতায় ফেরে ওয়েস্টব্রম। ডিফেন্ডার সেমি অ্যাজাইয়ের শট সিটি ডিফেন্ডার রুবেন দিয়াজের গায়ে লেগে পরাস্ত করে গোলরক্ষক এডারসনকে। এই ড্রতে ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নম্বরে সিটি।

ইউএইচ/

Exit mobile version