Site icon Jamuna Television

শীতের তীব্রতা বেড়েছে লালমনিরহাটে

লালমনিরহাট প্রতিনিধি:

তিস্তা ও ধরলা নদীবেষ্টিত উত্তরের এ জেলায় দিনদিন শীতের তীব্রতা বেড়েই চলছে। কয়েকদিন ধরে তীব্র শীত, কুয়াশা ও কনকনে ঠাণ্ডার কারণে বিপর্যস্ত খেটে খাওয়া মানুষজন। কুয়াশার কারণে যানবাহন চলতে দেখা গেছে হেডলাইট জ্বালিয়ে।

বুধবার দুপুরের আগে হয়তো মিলছে না সূর্যের দেখা। আজ সকালে লালমনিরহাট জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমে যাওয়ায় দুর্ভোগে পড়েছে ছিন্নমূল আর খেটে খাওয়া বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। শীত নিবারণে অনেকে খড়কুটো জ্বালিয়ে আগুন তাপিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। শীতবস্ত্রের অভাবে কষ্টে রয়েছে প্রান্তিক খেটে খাওয়া মানুষজন।

জেলার ৫টি উপজেলায় প্রায় ২২ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। আর ৩০ লাখ টাকার শীতবস্ত্র কেনার প্রস্তুতি চলছে এবং আরও শীতবস্ত্র চেয়ে মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে বলে
জানিয়েছে জেলা প্রশাসন।

ইউএইচ/

Exit mobile version