Site icon Jamuna Television

মুক্তিযুদ্ধের অপশক্তিরাই ভাস্কর্য ভাঙছে: মেয়র আতিকুল

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। ফাইল ছবি।

মুক্তিযুদ্ধের অপশক্তিরাই ভাস্কর্য ভাঙছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তিই দেশের উন্নয়নকাজে বাধা সৃষ্টি করছে।

বুধবার সকালে গুলশানে উত্তর সিটির নগর ভবনের সামনে বঙ্গবন্ধুর পোট্রেট উন্মোচন শেষে এসব জানান মেয়র। বলেন, অপশক্তির বাধাকে অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে।

মুক্তিযুদ্ধারা দেশকে ভালোবেসে স্বাধীন করেছে। তাদের ভালোবাসার মতই দেশকে ভালোবেসে কাজ করার আহ্বান মেয়রের। বলেন, নাগরিক দায়িত্ব পালন করতে হবে সঠিকভাবে।

Exit mobile version