Site icon Jamuna Television

বিজয় দিবসে টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা

বিজয় দিবসে টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা

বিজয় দিবসের প্রথম প্রহরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ।

রাত ১২ টা ১ মিনিটে প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণী-পেশার মানুষ বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে ৭৫’র ১৫ আগস্ট ঘাতকের গুলিতে নিহত বঙ্গবন্ধুর ও পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এসময় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version