Site icon Jamuna Television

‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’র সফল পরীক্ষা চালালো ইসরায়েল

'আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা'র সফল পরীক্ষা চালালো ইসরায়েল

বহুমুখী কাজে সক্ষম ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’র সফল পরীক্ষা চালালো ইসরায়েল। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা বাহিনী প্রকাশ করে একটি ভিডিও।

বিবৃতিতে বলা হয়, উড়ন্ত অবস্থায় ক্রুজ বা ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে সক্ষম, এ অবকাঠামো। ভিন্ন-ভিন্ন উচ্চতায় থাকলেও, লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

যুক্তরাষ্ট্রের সহযোগিতায়, বেশ কয়েক দশক ধরেই বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন করছে ইসরায়েল। যেগুলো- ডেভিড’স স্লিং ও আয়রন ডোম হিসেবে পরিচিত। এগুলো স্বল্প-পাল্লার রকেট এবং মর্টার শেল ধ্বংসে সক্ষম।

ইসরায়েলি কর্মকর্তাদের বক্তব্য, এ অঞ্চলে ইরানের প্রভাব কমাতে এবং উপসাগরীয় আরব দেশগুলোর সাথে নিরাপত্তা সম্পর্ক জোরদারেই এ প্রতিরক্ষা ব্যবস্থা।

Exit mobile version