Site icon Jamuna Television

গন্ধ শুঁকেই করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত করতে পারে কুকুর!

গন্ধ শুঁকেই করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত করতে পারে কুকুর!

গন্ধ শুঁকেই করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত করতে পারে কুকুর। অস্ট্রিয়ান সেনাবাহিনীতে কাজ করা একটি কুকুরের মাঝে দেখা গেছে এ দক্ষতা।

বেলজিয়ান শেফার্ড প্রজাতির কুকুরটির নাম ফ্যান্টাসি। কন্টেইনারে ৫ মিনিট ধরে নিঃশ্বাস ফেলার পর সেটি দেয়া হয় ফ্যান্টাসিকে। গন্ধ শুঁকেই ঠিকঠাক বুঝে ভাইরাসের অস্তিত্ব। একাধিক পরীক্ষায় মিলেছে নির্ভুল ফল। কোভিড নাইনটিনের গন্ধ বিষয়ক কোনো গবেষণা বা পরীক্ষা হয়নি, অস্ট্রিয়ায়।

এর আগে, ঘামের গন্ধ থেকে কোভিড আক্রান্তদের শনাক্ত করার পরীক্ষা হয়েছে ফ্রান্সসহ কয়েকটি দেশে। ৮৫ থেকে শতভাগ ক্ষেত্রে নির্ভুল ফল জানাতে পেরেছে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর।

Exit mobile version