Site icon Jamuna Television

কক্সবাজার সমুদ্র সৈকতে উদ্বোধন করা হয়েছে বালু দিয়ে তৈরি বঙ্গবন্ধুর ভাস্কর্য

কক্সবাজার সমুদ্র সৈকতে উদ্বোধন করা হয়েছে বালু দিয়ে তৈরি বঙ্গবন্ধুর ভাস্কর্য

কক্সবাজার সমুদ্র সৈকতে উদ্বোধন করা হয়েছে বালু দিয়ে তৈরি বঙ্গবন্ধুর ভাস্কর্য।

কুষ্টিয়ায় হামলার প্রতিবাদ ও জন্মশতবার্ষিকী উপলক্ষে সৈকতে এই বিশেষ আয়োজন। জেলা প্রশাসনের উদ্যোগে এটি নির্মাণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ১০ জন সাবেক শিক্ষার্থীর একটি দল।

নির্মাতারা বলেছেন, প্রায় ১০ ফুট উচ্চতা ও ১৪ ফুট প্রশস্ত এ ভাস্কর্যটি এখন পর্যন্ত নির্মিত দেশের সবচেয়ে বড় বালুর ভাস্কর্য। একইসাথে এর পাশে আরেকটি ভাস্কর্যে ফুটিয়ে তোলা হয়েছে জাতির জনকের ৭ মার্চের ভাষণ। ভাস্কর্যগুলো স্থায়ীত্ব হবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

Exit mobile version