Site icon Jamuna Television

আ’লীগের নেতাকর্মীরা হাতে চুড়ি পরে বসে নেই: মেয়র তাপস

ফাইল ছবি।

বিএনপির সংস্কারবাদি বহিস্কৃত নেতার আস্ফালন আর লন্ডন থেকে আসা ওহি দিয়ে ভাস্কর্য ইস্যুতে দেশে গৃহযুদ্ধ বাধানো যায় না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। এসময় তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা হাতে চুড়ি পরে বসে নেই।

বুধবার বিকালে নগর ভবনে মহান বিজয় দিবসের আলোচনায় মেয়র এসব কথা বলেন। তিনি বলেন ইসলাম ধর্ম কারও কাছে লিজ দেয়া হয়নি। শেখ হাসিনা চাইলে এই সমস্যা ৭ দিনের মধ্যে সমাধান সম্ভব।

এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নয় জাতির হৃদয়ে আঘাত করেছে ষড়যন্ত্রকারীরা। তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের ধৈর্য ধরতে বলেছেন তাই আমরা ধৈর্য ধরছি। মন্ত্রী বলেন একাত্তরের মত মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

Exit mobile version