Site icon Jamuna Television

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন মারে

ইউএস ওপেন থেকে ইনজুরির কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন অ্যান্ডি মারে। কোমড়ের ইনজুরির কারণে এই গ্র্যান্ডস্ল্যাম শুরুর ২দিন আগে এই সিদ্ধান্ত নেন যুক্তরাজ্যের এই টেনিস তারকা। উইমবল্ডনের কোয়ার্টার ফাইনালে থেকে বিদায়ের পর এই ইনজুরির কারণেই আর কোর্টে নামেননি মারে। ২০১২ সালের ইউএস ওপেনের শিরোপা জেতা এই দুই নম্বর বাছাইয়ের প্রথম রাউন্ডে মুখোমুখি হওয়ার কথা ছিল টেনিস স্যান্ডগ্রিনের। শেষ ২০১৩ সালের ফ্রেঞ্চ ওপেন থেকে ইনজুরির কারণে সড়ে দাড়িয়েছিলেন অ্যান্ডি মারে।

Exit mobile version