Site icon Jamuna Television

লা লিগায় আজ রাতে সোসিয়াদাদের মুখোমুখি বার্সেলোনা

লা লিগায় নিজেদের মাঠে আজ টেবিল টপার রিয়াল সোসিয়াদাদের মুখোমুখি হবে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।

১১ ম্যাচের মধ্যে ৪টিতে হেরে এরই মধ্যে টেবিলের আটে নেমে গেছে পিকে-মেসিরা। এলএম টেনের ফর্মহীনতা বেশ ভালোই ভোগাচ্ছে কাতালানদের। বিপরীতে ১৩ ম্যাচে মাত্র ১টি হার রিয়াল সোসিয়াদাদের।

যদিও সবশেষ টানা ৩ ম্যাচে ড্র করে শীর্ষস্থান হারানোর শংকায় রয়েছে তারা। একই সাথে বার্সেলোনার মাঠ থেকে জয় নিয়ে কখনই ফিরতে পারেনি সোসিয়াদাদ। মুখোমুখি ৫২ দেখায় অবশ্য ৩৩ জয় বার্সেলোনার আর মাত্র ৮ জয় রিয়াল সোসিয়াদাদের।

Exit mobile version