Site icon Jamuna Television

প্রিমিয়ার লীগে আজ মুখোমুখি হবে টটেনহ্যাম-লিভারপুল ও আর্সেনাল-সাউদাম্পটন

ইপিএলে আজ রাতে বিগ ম্যাচে মুখোমুখি হবে শীর্ষ দুই দল টটেনহ্যাম ও লিভারপুল। রাত ২টায় অ্যানফিল্ডে মুখোমুখি হবে দুই দল। অন্যদিকে রাত ১২টায় আর্সেনালের আতিথ্য নেবে সাউদাম্পটন।

ইংলিশ প্রিমিয়ার লিগে ফর্মের বিচারে এবার সমানে সমান লড়াই করছে টটেনহ্যাম ও লিভারপুল। ১২ ম্যাচে সমান ৭টি করের জয়, ১টি হার ও চারটি ড্র করেছে এই দুই দল। শীর্ষে ওঠার লড়াইয়ের গুরুত্বপূর্ন এই ম্যাচের আগে ইনজুরি সমস্যা আরও বেড়েছে লিভারপুলের। সবশেষ ম্যাচে চোট পয়েছেন ডিফেন্ডার জোয়েল মেটিপ। আগে থেকেই ইনজুরিতে ভ্যান ডাইক, ডিয়েগো জটা, থিয়াগো আলকান্ত্রা, জো গোমেজ, জেমস মিলনার ও জর্ডান শাকিরি।

টটেনহ্যাম শিবিরেও আছে চোট সমস্যা। এরিক লামেলা ও ডিফেন্ডার যাফেত তাঙ্গাঙ্গো ইনজুরিতে। তবে সুস্থ হয়ে উঠেছেন গ্যারেথ বেল। তবে অলরেডদের বিপক্ষে সবশেষ ৫ দেখায় সবকটি হেরছে টটেনহ্যাম।

Exit mobile version