Site icon Jamuna Television

বাংলাদেশ ও ভারতের মধ্যে ৭টি চুক্তি ও সমঝোতা সই

বাংলাদেশ ও ভারতের মধ্যে ৭টি চুক্তি ও সমঝোতা সই

শেখ হাসিনা-মোদি বৈঠকের আগে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে ৭টি চুক্তি সমঝোতা সই হয়েছে।

এসময় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, পররাষ্ট্র ও বাণিজ্য সচিব এবং ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাই স্বামী চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সময় উপস্থিত ছিলেন।

সই হওয়ার সমঝোতাগুলোর মধ্যে রয়েছে হাতি সংরক্ষণ, বরিশালে স্যুয়ারেজ ট্রিটমেন্টা প্ল্যান্ট নির্মাণ, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্প ও জ্বালানি সহযোগিতা। এছাড়া, নিউ দিল্লি জাদুঘর ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের মধ্যে একটি এবং বরিশাল সিটি করপোরেশনের সাথে বর্জ্য ব্যবস্থা নিয়ে একটি চুক্তি সই হয়েছে।

পরে ভারতের হাইকমিশনার সাংবাদিকদের বলেন দুই দেশের উন্নয়নে সই হওয়া চুক্তিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সীমান্ত ব্যবস্থাপনা উন্নত হচ্ছে জানিয়ে তিনি বলেন, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তবে কোন প্রাণহানি কাম্য নয় বলে মন্তব্য করেন ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাই স্বামী।

Exit mobile version