Site icon Jamuna Television

দিল্লিতে কল সেন্টার কেলেঙ্কারি; অর্ধশতাধিক যুবককে গ্রেফতার

দিল্লিতে কল সেন্টার কেলেঙ্কারি; অর্ধশতাধিক যুবককে গ্রেফতার

কল সেন্টার কেলেঙ্কারিতে সম্পৃক্ত সন্দেহে ভারতের দিল্লিতে অর্ধশতাধিক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সাড়ে চার হাজারের বেশি মানুষের সাথে প্রতারণা করে দেড় কোটি ডলার হাতিয়ে নেয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে।

দিল্লি পুলিশ জানিয়েছে, প্রথমে শিকার ঠিক করতো আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয় এই চক্রটি। এরপর মাদকের স্বর্গরাজ্য খ্যাত মেক্সিকো-কলম্বিয়ার মতো দেশে লেনদেনের প্রমাণ থাকায় ভুক্তভোগীদের ব্যাংক হিসাব ও অন্যান্য সম্পত্তি জব্দ হতে পারে বলে ভয় দেখাতো। আইনি জটিলতা এড়াতে, অপরাধীদের দাবিকৃত অর্থ দিতে বাধ্য হতেন ভুক্তভোগীরা। এমনকি অভিযুক্তদের পরামর্শে নিজেদের অর্থ সুরক্ষিত রাখতে বিটকয়েন ও অনলাইন গিফট কার্ড কিনে ভারতে ই-ওয়ালেটেও রাখতেন অনেকে।

দুবাই থেকে এই প্রতারণায় নেতৃত্ব দিতেন চক্রের হোতা। চলতি বছর এমন ২৫টির বেশি কল সেন্টারের প্রতারণা সামনে এনেছে দিল্লি পুলিশের সাইবার-ক্রাইম বিভাগ।

Exit mobile version