Site icon Jamuna Television

৫৫ বছর পর আবারও চালু হচ্ছে চিলাহাটি-হলদিবাড়ী রুটে ট্রেন চলাচল

৫৫ বছর পর আবারও চালু হচ্ছে বাংলাদেশ-ভারত রুটে ট্রেন চলাচল

৫৫ বছর পর আবারও চালু হচ্ছে বাংলাদেশের চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ী রুটে ট্রেন চলাচল। তবে আপাতত পণ্যবাহী রেল চলাচল করবে।

আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন দুই দেশের প্রধানমন্ত্রী। রেলপথ ঘিরে উচ্ছ্বসিত নীলফামারীবাসী।

আন্তর্জাতিক এই রুটে দ্রুতই যাত্রীবাহী ট্রেনও চালু হবে বলে জানানো হয়েছে। ঢাকা থেকে সরাসরি যাওয়া যাবে শিলিগুড়ি। কলকাতা-শিলিগুড়ি রুটের ট্রেনও চলবে এই পথেই। সেজন্য পুরোদমে চলছে প্রস্তুতি। নির্মাণ হচ্ছে ইমিগ্রেশন অফিস, কাস্টম হাউজ।

১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের সময় বন্ধ হয়ে যায় চিলাহাটি-হলদিবাড়ি রুটে ট্রেন চলাচল।

Exit mobile version