Site icon Jamuna Television

শার্লি এবদোতে হামলা: ১৪ জনের কারাদণ্ড

শার্লি এবদোতে হামলা: ১৪ জনের কারাদণ্ড

ফ্রান্সের ব্যঙ্গধর্মী ম্যাগাজিন- শার্লি এবদো’র কার্যালয়ে হামলা ও হত্যাকাণ্ড চালানোর অভিযোগে ১৪ জনকে দোষী সাব্যস্ত করলেন প্যারিসের একটি আদালত। বুধবার বিভিন্ন মেয়াদে তাদের কারাদণ্ড হয়।

হামলায় অর্থের যোগানদাতা এবং আন্তর্জাতিক সন্ত্রাসী দলের সদস্য হিসেবে চিহ্নিত হায়াত বৌমেদিনিকে ৩০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। একই মেয়াদের সাজা পেয়েছেন তার সহযোগী আলী রিজা পোলাত। হামলায় সংশ্লিষ্টতার দায়ে বাকিদের এক থেকে ৪ বছরের কারাদণ্ড দেন আদালত।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার এড়াতে মূল অভিযুক্তরা সিরিয়ায় পলাতক রয়েছে। ধারণা- জঙ্গি সংগঠন আইএস’এ যোগদান করেছে তারা।

২০১৫ সালে মহানবী (সা.)- এর ব্যঙ্গচিত্র প্রকাশের ঘটনায়, শার্লি এবদোর কার্যালয়ে হামলা চালানো হয়। সেই আক্রমণে প্রাণ হারান পত্রিকাটির ১২ সদস্য। এ ঘটনার ৪ দিন পর, পাশের একটি ইহুদি সুপার মার্কেটে হামলা চালায় অভিযুক্তরা। সেখানে এক পুলিশসহ পাঁচজন নিহত হন।

Exit mobile version