Site icon Jamuna Television

তুষার ঝড় ও শৈত্যপ্রবাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের জনজীবন

তুষার ঝড় ও শৈত্যপ্রবাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের জনজীবন

শক্তিশালী তুষার ঝড়ের কবলে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল। দুর্যোগের মুখোমুখি কমপক্ষে ৬ কোটি মানুষ।

দেশটির জাতীয় আবহাওয়া অফিসের বিবৃতি অনুসারে, কলোরাডো থেকে মেইন রাজ্য পর্যন্ত প্রসার ঘটাবে এই ঝড়। এ কারণে, ১৪টি রাজ্যে জারি করা হয়েছে সতর্কতা। এছাড়া দুর্ঘটনা এড়াতে নিউইয়র্ক-পেনসিলভানিয়া-কানেকটিকাট ও মেরিল্যান্ডে বন্ধ রাখা হয়েছে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা কেন্দ্র।

পূর্বাভাস অনুসারে, স্থানীয় সময় বুধবার রাতে সর্বোচ্চ তুষারপাত দেখবে দুর্যোগ কবলিত অঞ্চলগুলো। কোথাও কোথাও দুই ফুট পর্যন্ত বরফ জমার আশঙ্কা করা হচ্ছে। স্থগিত রাখা হয়েছে কয়েকশ’ ফ্লাইট এবং রেল যোগাযোগ। বন্ধ ফেরি চলাচলও। কয়েকটি এলাকায় বিচ্ছিন্ন থাকতে পারে বিদ্যুৎ সংযোগ।

Exit mobile version