Site icon Jamuna Television

রংপুরে চিনিকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

রংপুরে চিনিকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

চিনিকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করছে রংপুর শ্যামপুর চিনিকলের কর্মকর্তা-কর্মচারী ও আখ চাষীরা।

বুধবার চিনিকলের সামনে সকাল নয়টা থেকে অবস্থান নিয়ে এই বিক্ষোভ করছেন তারা। তাদের দাবি গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে। সরকার সেখান থেকে সরে না আসা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

আন্দোলনকারীরা জানান, ১৫ই ডিসেম্বর পর্যন্ত এক ধরনের আন্দোলন ছিল কিন্তু সরকার দাবি মেনে না নেয়ায় আজকের মধ্যেই বৃহত্তর কর্মসূচি ঘোষণা দেয়া হবে।

Exit mobile version