Site icon Jamuna Television

মেয়েকে নিয়ে যা হয়েছে মানতে পারছেন না সুস্মিতা সেন

মেয়েকে নিয়ে যা হয়েছে মানতে পারছেন না সুস্মিতা সেন

মেয়েকে নিয়ে যা ঘটেছে, তা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন সুস্মিতা সেন। এমনটা সচরাচর দেখা যায় না এ বলিউড অভিনেত্রীকে। খবর-সংবাদ প্রতিদিন।

মেয়ে রেনের ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এতে মূলত ক্ষুব্ধ প্রাক্তন মিস ইউনিভার্স। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ৪৫ বছর বয়সী এ অভিনেত্রী লেখেন, কিছু নির্বোধ আমার মেয়ে রেনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করেছে। বলে রাখা প্রয়োজন, রেনে সবকিছু নতুনভাবে শুরু করতে একেবারে প্রস্তুত। তাই যারা এটা করেছেন তাদের জন্য মায়া লাগাছে।

সুস্মিতার পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন

হ্যাশ ট্যাগে দিয়েছেন #solareclipse #randomchaos #newbeginnings। আর সব শেষে লিখেছেন, ভালোবাসা রইল বন্ধুরা।

প্রসঙ্গত, শর্ট ফিল্ম ‘সাট্টাবাজি’ দিয়ে অভিনয় দুনিয়ায় পা রাখছেন সুস্মিতা কন্যা রেনে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবিটির ট্রেলার। এতেই সিনেমাপ্রেমীদের নজর কেড়েছেন রেনে।

ক্যারিয়ারের তুমুল সময়ে মাত্র ২৪ বছর বয়সে রেনেকে দত্তক নিয়েছিলেন সুস্মিতা। বেশ কিছু বছর পর আরও এক কন্যা সন্তান আলিশাকে দত্তক নেন তিনি। তারপর দুই সন্তান রেনে ও আলিশাই হয়ে ওঠে সুস্মিতার জীবনের সবকিছু। এর মধ্যে বয়সে পনের বছরের ছোট রহমান সোল নামে এক মডেলের সঙ্গে প্রেমে জড়িয়ে আলোচনায় আসেন তিনি।

Exit mobile version