Site icon Jamuna Television

অর্থপাচার বিষয়ে দুদকের প্রতিবেদন অসম্পূর্ণ, হাইকোর্টের ক্ষোভ প্রকাশ

ফাইল ছবি।

অর্থপাচার বিষয়ে দুর্নীতি দমন কমিশনের দেয়া প্রতিবেদন অসম্পূর্ণ বলে ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার সকালে বিভিন্ন সংস্থার দেয়া মানিলন্ডারিং-এর প্রতিবেদনের ওপর শুনানির সময় আদালত এই ক্ষোভ প্রকাশ করেন।

বেলা ১২ টার দিকে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন দ্বৈত ভার্চুয়াল বেঞ্চে এ শুনানি শুরু হয়। এসময় আদালত জানতে চান, বিদেশে যারা বাড়ি-গাড়ি করেছে তাদের ব্যাপারে কি ব্যবস্থা নেয়া হয়েছে?

গত মঙ্গলবার অর্থ পাচারকারী ও মামলার বিষয়ে প্রতিবেদন জমা দেয় দুদক ও সিআইডি। আজ প্রতিবেদন দিয়েছে এনবিআর ও বিএফআইইউ। দুদকের সেই প্রতিবেদনে শতাধিক ব্যক্তির প্রায় ২৫’শ কোটি টাকার মানিলন্ডারিং এর তথ্য উঠে আসে। সিআইডি, ৭ জন ব্যক্তি ও বাংলাদেশ ব্যাংকের অর্থ পাচার বিষয়ে প্রায় ১ হাজার কোটি টাকার তথ্য জমা দেয়।

Exit mobile version