Site icon Jamuna Television

দুই মামলায় সাংবাদিক কাজলের জামিন, মুক্তি পাওয়াতে বাধা নেই

ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর কামরাঙ্গীরচর ও হাজারিবাগ থানায় দায়ের করা দুটি মামলায় ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। তিনটি মামলাতেই জামিন পাওয়ায় তার মুক্তিতে এখন আর আইনগত কোনো বাধা নেই।

আজ বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত ২৪ নভেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর শেরে বাংলা নগর থানায় দায়ের করা অপর একটি মামলায় ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। একইসঙ্গে তার বিরুদ্ধে বাকী দুটি মামলায়ও আজ আদালত তাকে জামিন পান তিনি।

আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘তিন মামলায়ই জামিন পেলেন সাংবাদিক কাজল’, ফলে তার মুক্তিতে এখন আর আইনগত কোনো বাধা নেই।’

Exit mobile version