Site icon Jamuna Television

কোভিড-১৯’র উৎসের সন্ধানে উহানে গবেষণা শুরু করতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনাভাইরাসে কমপক্ষে ২০ লাখ মানুষের মৃত্যু দেখবে বিশ্ব: ডব্লিউএইচও

কোভিড নাইনটিনের উৎসের সন্ধানে চীনের উহানে গবেষণা শুরু করতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আগামী মাসে, সেখানে ১০ জনের গবেষক দল পাঠানো হবে।

কয়েক মাস আলোচনার পর উহানে আন্তর্জাতিক গবেষকদের প্রবেশাধিকার দিলো চীন। স্বাধীন-স্বতন্ত্র অনুসন্ধানের প্রস্তাবে শুরু থেকেই ছিলো দেশটির অনীহা। ধারণা করা হয়, উহানের মাছবাজার থেকেই নভেল করোনাভাইরাসের উৎপত্তি। যা পরে বৈশ্বিক মহামারিতে রূপ নেয়।

এদিকে, ক্রিসমাসের পর মহামারির সবচেয়ে ভয়াবহ রূপ দেখতে পারে ইউরোপ; এমন হুঁশিয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার। বড়দিনের আগেই, একযোগে ২৭ দেশে করোনার টিকাদান শুরু করবে ইইউ। বুধবার থেকে জার্মানি, নেদারল্যান্ডস, চেক প্রজাতন্ত্রসহ অনেক দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে।

Exit mobile version