Site icon Jamuna Television

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে সৌদিতে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে সৌদি আরবে শুরু হলো করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি। বৃহস্পতিবার, স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল রাবিয়া নিজেও গ্রহণ করেন ভ্যাকসিন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবারই ফাইজার-বায়োএনটেক টিকার প্রথম চালান পৌঁছায় রিয়াদে। রাজধানীর একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে ষাটোর্ধ্ব দুই নারী-পুরুষকে প্রথম টিকা দেয়া হয়, পরে টিকা নেন স্বাস্থ্যমন্ত্রী।

সৌদি আরবে এরইমধ্যে, ভ্যাকসিন গ্রহণে অনলাইনে নিবন্ধন করেছেন দেড় লাখের বেশি মানুষ। করোনাভাইরাসে, সৌদি আরবে সংক্রমিত তিন লাখ ৬০ হাজারের বেশি; প্রাণহানি ৬ হাজারের ওপর।

Exit mobile version