Site icon Jamuna Television

টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। তবে এ সময় ইয়াবা চোরাচালানে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার ভোরে উপজেলার লেদা এলাকায় লবণ মাঠ থেকে ইয়াবার চালানটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান। তিনি আজ বিকালে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান পাচারের গোপন সংবাদে বিজিবি জওয়ানরা হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদা লবণ মাঠ এলাকায় ওঁত পেতে থাকে। একপর্যায়ে বিজিবি জওয়ানরা নাইটভিশন ডিভাইসে এক ব্যক্তিকে লবণ মাঠ অতিক্রম করে গ্রামের দিকে যেতে দেখে ধাওয়া করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী ইয়াবার চালানটি ফেলে অন্ধকার কুয়াশায় পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। জব্দ ইয়াবা ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।

ইউএইচ/

Exit mobile version