Site icon Jamuna Television

ফিফা বর্ষসেরা ফুটবলার ‘দ্যা বেস্ট ফিফা ফুটবল এওয়ার্ড ২০২০’ ঘোষণা করা হবে আজ

ফিফা বর্ষসেরা ফুটবলার ‘দ্যা বেস্ট ফিফা ফুটবল এওয়ার্ড ২০২০’ ঘোষণা করা হবে আজ। করোনার কারণে ফিফা সদর দফতর সুইজারল্যান্ডের জুরিখে, ভার্চুয়ালি করা হবে এবারের আয়োজন। থাকছে বর্ষসেরা ফুটবলারসহ ৮ ক্যাটাগরির সেরার পুরস্কার। আর মূল আকর্ষণ বর্ষসেরার তালিকায় এবারও রয়েছে- মেসি, রোনালদোর নাম; তবে নিশ্চিতভাবেই এবারের ফেভারিট বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি।

রেশমিন চৌধুরী নামের বাংলাদেশী বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিক সঞ্চালনা করবেন পুরো আয়োজনটি। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে এই অনুষ্ঠান।

এরআগে, করোনার কারণে ফিফার বর্ষসেরার ৩০তম আসরটি আয়োজনের সিদ্ধান্ত থেকে সড়ে এসেছিলো ফিফা। তবে বৈশ্বিক অবস্থা পরিবর্তনের পর তা থেকে সড়ে এসেছে আয়োজকরাও। ২৫ নভেম্বর সংক্ষিপ্ত তালিকা প্রকাশের পর এক সপ্তাহ আগে ঘোষণা করা হয়েছে সব বিভাগের সেরা ৩ জনের নাম।

এবারের ফিফা বর্ষসেরা ফুটবলার হতে অনেকটাই এগিয়ে বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানডভস্কি। করোনার আগে ও পরে এই পোলিশ স্ট্রাইকারের দাপট ছিলো সমান তালে। চ্যাম্পিয়ন্স লিগ, বুন্দেস লিগাসহ ৫টি শিরোপা জয়ে তার ছিল বড়সড় ভূমিকা।

লেভানডভস্কির সাথে এবারের সেরা হবার দৌড়ে আছেন গেলো এক দশক ধরে ফুটবল দুনিয়া শাসন করা লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো। সেরা গোলরক্ষক হবার দৌড়ে ম্যানুয়েল ন্যুয়ারের সাথে লড়াই হবে গেলো বারের সেরা হওয়া আলিসন বেকারের। রেসে আছেন ওব্লাকও।

এবারের অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ সেরা কোচ ঘিরে। যেখানে বায়ার্নের হ্যান্স ফ্লিক আর লিভারপুলের ইয়োর্গান ক্লপকে কঠিন চ্যালেঞ্জ জানাচ্ছেন লিডস ইউনাইটেডকে প্রিমিয়ার লিগে তুলে আনা মার্সেলো বিয়েলসা।

পুসকাস এওয়ার্ডের জন্য এরই মধ্যে বাছাই করা হয়েছে সেরা ৩ গোল। বার্নলির বিপক্ষে টটেনহ্যামের সন মিনের দুর্দান্ত গোলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত লা লিগায় মায়োর্কার বিপক্ষে সুয়ারেজের ব্যাক হিলে করা গোলটি।

Exit mobile version