Site icon Jamuna Television

নারায়ণগঞ্জে সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণে শিশুসহ নিহত ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণে শিশুসহ ২ জন নিহত হয়েছেন। আর আহত ২ জনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। বৃহস্পতিবার সকালে রামারবাগ এলাকার একটি তিন তলা ভবনে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এলাকার মৃত হাসান খানের মালিকানাধীন তিন তলা ভবনের সেপটিক ট্যাঙ্ক হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত হন দুই শিশুসহ ৪ জন। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় ৯ বছর বয়সী জিশানের। চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহাম্মদ রাজ্জাক।

তিনি জানান, গুরুতর আহত ১০ বছর বয়সী শাকিব ও সাঈদাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। হতাহতরা কেউই ওই বাড়ির বাসিন্দা নন। শিশুরা দুর্ঘটনাস্থলের কাছে খেলা করছিলো।

ইউএইচ/

Exit mobile version