Site icon Jamuna Television

নেপালের কোচ হলেন ডেভ হোয়াটমোর

বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোরকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নেপাল। এশিয়ান ক্রিকেটে উদীয়মান এই দেশটি ২০২২ সালে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চায়।

বৃহস্পতিবার নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে হোয়াটমোরকে নিয়োগ দেওয়ার বিষয়টি জানিয়েছে। গত ফেব্রুয়ারিতে উমেশ পাটওয়াল দায়িত্ব ছাড়ার দীর্ঘ দিন পর নতুন কোচ পেলো নেপাল।

হোয়াটমোর ২০০৩ সালে বাংলাদেশের দায়িত্ব নিয়ে ২০০৭ বিশ্বকাপ পর্যন্ত প্রধান কোচ হিসেবে ছিলেন। এই অস্ট্রেলিয়ানের অধীনে বাংলাদেশের ক্রিকেট বড় বড় দলকে হারাতে শিখে। ২০০৭ বিশ্বকাপে খেলে সুপার এইটে।

বাংলাদেশে ছাড়াও শ্রীলঙ্কা, পাকিস্তান, জিম্বাবুয়ের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন হোয়াটমোর। ১৯৯৬ আসরে হোয়াটমোরের কোচিংয়ে নিজেদের প্রথম বিশ্বকাপ জেতে শ্রীলঙ্কা।

ইউএইচ/

Exit mobile version