Site icon Jamuna Television

নাইজেরিয়ায় জঙ্গি সংগঠনের কবল থেকে উদ্ধার হতে যাচ্ছে ৩৪৪ শিক্ষার্থী

নাইজেরিয়ায় জঙ্গি সংগঠনের কবল থেকে মুক্তি পেতে যাচ্ছে অপহৃত ৩৪৪ স্কুল ছাত্র। স্থানীয় গর্ভনর জানান, শুক্রবার তাদের ফিরিয়ে আনা হবে।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বার্তায় বিষয়টি নিশ্চিত করেন, ক্যাটসিনা রাজ্যের গর্ভনর। জানান- রুগু জঙ্গলের অভ্যন্তরে মিলেছে শিক্ষার্থীদের সন্ধান। এরইমধ্যে, সবাইকে উদ্ধার করা হয়েছে- এমনটা আশ্বস্ত করেছে প্রশাসন। সবাইকে প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রেসিডেন্সিয়াল মুখপাত্র জানিয়েছেন, নাইজেরীয় ও মাসারি সেনাবাহিনী জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে। অভিযান চলাকালে তাদের অস্ত্রের ব্যবহার বা গুলি ছোঁড়া থেকে তাদের বিরত থাকার নির্দেশনা দিয়েছিলো সরকার। গেলো শুক্রবার, রাজ্যটির আবাসিক স্কুল থেকে ছয় শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করে জঙ্গি সংগঠন। সেদিনই, দুশো জনকে উদ্ধার করে সেনাবাহিনী।

Exit mobile version