Site icon Jamuna Television

করোনা আক্রান্ত ম্যাকরন, আইসোলেশনে গেছেন ডজন খানেক ইউরোপীয় এবং আন্তর্জাতিক সংস্থার নেতা

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন করোনায় আক্রান্তের পর; আইসোলেশনে গেছেন ডজন খানেক ইউরোপীয় এবং আন্তর্জাতিক সংস্থার নেতা।

বৃহস্পতিবার এলিজি প্রাসাদের পক্ষ থেকে জানানো হয়, ৪২ বছর বয়সী প্রেসিডেন্টের জ্বর-কাশি এবং দুর্বলতা রয়েছে। আগামী এক সপ্তাহ, তিনি কোয়ারেনটাইনে থাকবেন। এরইমধ্যে, মার্কিন প্রেসিডেন্ট’সহ বিশ্বনেতারা টেলিফোনে তাঁর শারীরিক পরিস্থিতির খোঁজ নিয়েছেন। ৬৭ বছরের ফার্স্টলেডি ব্রিজিত ম্যাকরন করোনা নেগেটিভ শনাক্ত হলে, তিনিও রয়েছেন কোয়ারেনটাইনে।

এছাড়া, প্রেসিডেন্টের সংস্পর্শে থাকায় ফরাসি প্রধানমন্ত্রী, জাতীয় পরিষদের প্রধান’সহ অনেকেই গেছেন বাধ্যতামূলক আইসোলেশনে। এছাড়া, গেলো এক সপ্তাহ ফরাসি রাষ্ট্রপ্রধান অনেকের সাথে বৈঠক করেছেন। যারমাঝে রয়েছেন, পর্তুগিজ ও স্প্যানিশ প্রধানমন্ত্রী, ইইউ কাউন্সিল প্রেসিডেন্ট এবং ওইসিডি’র মহাসচিব।

Exit mobile version