Site icon Jamuna Television

বিয়ের দুই মাসেই মা হতে চলছেন নেহা কক্কর

গায়ক রোহনপ্রীতের সাথে সংসার বেঁধেছেন দুই মাসও হয়নি এর মধ্যেই মা হতে চলছেন বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বেবি বাম্পের ছবি পোস্ট করে ভক্তদের মা হওয়ার খবর দিলেন তিনি নিজেই।

স্বামী রোহনের সাথে তোলা সেই ছবিতে দেখা যাচ্ছে রোহন নেহাকে জড়িয়ে ধরে আছেন। আর সেই ছবির ক্যাপশনে নেহা লিখেছেন ‘খেয়াল রেখো’। সেই ক্যাপশনের উত্তরে রোহন লিখেছেন ‘এখন তো আগের চেয়ে বেশিই খেয়াল রাখতে হবে’। ছবিতে নেহার বেবি বাম্পের আকৃতিও বোধা যাচ্ছে স্পষ্টভাবে।

চলতি বছরের আগস্টে চণ্ডীগড়ে এক মিউজিক ভিডিও শুটিং-এ গিয়ে রোহনের সঙ্গে নেহার পরিচয় হয়েছিল। পরিচয়ের সময় থেকেই একে অপরের প্রেমে পড়ে যান তারা। তারপরেই সিদ্ধান্ত নেন বিয়ের।

Exit mobile version