Site icon Jamuna Television

শিগগিরই মডার্নার ভ্যাকসিন অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

শিগগিরই দ্বিতীয় ভ্যাকসিনের অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন বলছে, অল্প সময়ের মধ্যে চূড়ান্ত অনুমোদন দেয়া হবে মডার্নার ভ্যাকসিন।

বৃহস্পতিবার টিকাটির অনুমোদন ইস্যুতে উপদেষ্টা পর্ষদে ভোট হয় । এতে ২০-০ ব্যবধানে প্রতিষেধকটি বাজারে ছাড়ার পক্ষে রায় হয়। বলা হয়, ১৮ এবং এর বেশি বয়স্কদের মাঝে কোন পার্শ্বপ্রতিক্রিয়া বা ঝুঁকি তৈরি করবে না টিকাটি। মানব শরীরে ৯৪ ভাগ কার্যকর এই টিকাটি চূড়ান্ত অনুমোদন পেলে ২০ কোটি ডোজ প্রস্তুত করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রথম দফায় সরবরাহ করা হবে ৬০ লাখ ডোজ। এর মধ্যে আগাম বুকিং দিয়ে রেখেছে বিভিন্ন দেশ। কানাডা মার্চে প্রথম চালানে নেবে ২০ লাখ ডোজ। এছাড়া মোট ৮ কোটি ডোজ টিকা নেবে ইউরোপীয় ইউনিয়ন।

এই ভ্যাকসিনের সবচেয়ে বড় সুবিধা এটি সংরক্ষণে ফাইজার-বায়োএনটেকের মতো মাইনাস ৭০ ডিগ্রি তাপমাত্রার প্রয়োজন হবে না। রাখা যাবে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। যা স্বাভাবিক ফ্রিজেই পরিবহন সম্ভব। ব্যবহারের ক্ষেত্রে প্রথম ডোজের ২৮ দিন পর নিতে হবে দ্বিতীয় ডোজ।

Exit mobile version