Site icon Jamuna Television

কুষ্টিয়ায় এবার বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর

কুষ্টিয়ায় এবার বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর

কুষ্টিয়ায় এবার ভাঙচুর করা হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী নেতা বাঘা যতীনের ভাস্কর্য। গতরাতে কোন একসময় কুমারখালীর কয়া মহাবিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

ভাস্কর্যটির মুখের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও নাইট গার্ডকে হেফাজতে নিয়েছে পুলিশ।

১৮৭৯ সালের ৭ ডিসেম্বর কুমারখালীর কয়া গ্রামে জন্মগ্রহণ করেন বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। যিনি বাঘা যতীন নামেই বেশি পরিচিত। ব্রিটিশ বিরোধী সংগ্রামের সময় বাংলার প্রধান বিপ্লবী সংগঠন যুগান্তর দলের নেতা ছিলেন বাঘা যতীন। সশস্ত্র সংগ্রামের এক পর্যায়ে মাত্র ৩৫ বছর বয়সে উড়িষ্যয় সম্মুখযুদ্ধে নিহত হন তিনি।

এর আগে ৪ ডিসেম্বর রাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যে দুর্বৃত্তরা ভাঙচুর চালায়।

Exit mobile version