Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে ডাকাতদলের হামলায় নিহত এক ব্যবসায়ী

লক্ষ্মীপুরে ডাকাতদলের হামলায় নিহত এক ব্যবসায়ী

লক্ষ্মীপুরে ডাকাতদলের হামলায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে তার স্ত্রীও।

ভুক্তভোগীরা জানান, শুক্রবার (১৮ ডিসেম্বর) ভোরে মুখোশ পরিহিত ১০ থেকে ১২ জন ডাকাত তেওয়ারীগঞ্জ এলাকার ব্যবসায়ী মনিরের বাড়িতে হানা দেয়। দরজা ভেঙে বাড়িতে ঢুকে দুই লাখ টাকা দাবি করে তারা। তাতে রাজি না হওয়ায় মনির এবং তার স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ডাকাত দল। পরে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে তারা পালিয়ে যায় বলে দাবি পরিবারের। পরে, হাসপাতালে নেয়ার পথে মারা যায় ব্যবসায়ী মনির।

সদর থানার ওসি আজিজুর রহমান মিয়া জানান, ডাকাতের হামলায় ব্যবসায়ী মনির নিহত ও তার স্ত্রী আহত হয়েছে, এ ঘটনায় জড়িতদের বিষয়ে পুলিশি অভিযান অব্যাহত আছে। থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি। নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Exit mobile version