Site icon Jamuna Television

পাহাড়ে ঘুরতে গিয়ে প্লাস্টিক বর্জ্য সাফ করলেন বিদ্যা

পাহাড়ে ঘুরতে গিয়ে প্লাস্টিক বর্জ্য সাফ করলেন বিদ্যা

বিবাহবার্ষিকী উদ্‌যাপন করতে স্বামী সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে হিমাচলের পালমপুর বেড়াতে গিয়েছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। ঘুরতে গিয়ে মন ভালো হওয়ার বদলে বিরক্ত হলেন তিনি। খবর- আনন্দবাজার পত্রিকা।

গত ১৪ ডিসেম্বর ছিল এ জুটির অষ্টম বিবাহবার্ষিকী। বিশেষ দিনটিকে কেন্দ্র করে ছুটি কাটাতে তারা চলে যান পালমপুর। কিন্তু পাহাড়ে চড়তে গিয়ে আবর্জনা ও প্লাস্টিকের বর্জ্য দেখে অবাক বিদ্যা। পাহাড়ের মতো এত সুন্দর জায়গা নোংরা কেন থাকবে? প্রশ্ন জাগে তার মনে।

এরপরে বর্জ্য পরিষ্কার করার কাজে তিনি নিজেই হাত লাগান। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে প্লাস্টিক বোতল, প্যাকেট থেকে শুরু করে বিভিন্ন বর্জ্য সংগ্রহ করেন এবং ঠিকমতো তা ডিসপোজ করেন।

বরাবরই সমাজ ও পরিবেশের সমস্যা নিয়ে সরব অভিনেত্রী, এবার নিজেই এগিয়ে গেলেন। বিদ্যার মতে, তিনি ভালো কাজ করতে চান, তার জন্য এটা ছোট পদক্ষেপ।

ছুটি শেষে আগামী ছবি ‘শেরনি’-র শুটিং নিয়ে ব্যস্ত হবেন ডার্টি পিকচার অভিনেত্রী।

Exit mobile version