Site icon Jamuna Television

শারাপোভার চতুর্থ সঙ্গী ব্রিটিস ব্যবসায়ী গিলকসই

ব্রিটেনের নাম করা ব্যবসায়ীর সাথে বাগদান সেরেছেন টেনিস কোর্টের রানী শারাপোভা। গিলকস, অনলাইন নিলাম কোম্পানি প্যাডল ৮-এরও সহ-প্রতিষ্ঠাতা।

তবে গিলকসই শারাপোভা প্রথম সঙ্গী নন। এর আগে টেনিস তারকা গ্রিগর দিমিত্রভ, মেরুন ফাইভ ব্যান্ডের মূল গায়ক অ্যাডাম লিভাইনের সঙ্গেও সম্পর্ক ছিল শারাপোভার। লস অ্যাঞ্জেলেস লেকার্সের শুটিং গার্ড সাশা ভুয়াচিচের সঙ্গেও বাগদান হয়েছিল তার। পরে সে সম্পর্ক ভেঙে যায়।

গিলকসও এর আগে বিয়ে করেছিলেন ডিজাইনার মিশা নোনুকে। ১৩ বছর একসঙ্গে থাকার পর ছাড়াছাড়ি হয়ে যায় মিশা ও গিলকসের।

উইম্বলডন জয় দিয়ে যাত্রা শুরু। দীর্ঘ ক্যারিয়ারে যতটা আশা জাগিয়ে এসেছিলেন ততটা সাফল্য পাননি। মোট পাঁচটি গ্র্যান্ড স্লাম জিতেছেন এই সুন্দরী।

এখন নিজের ক্যান্ডি ব্র্যান্ড সুগার পোভা বেশ জনপ্রিয় করে তুলেছেন এই টেনিস তারকা। দীর্ঘ ১০ মাস টেনিসের বাইরে থাকা এই সুন্দরীর নতুন সম্পর্কের ঘোষণার পর থেকেই শুভেচ্ছা বার্তায় ভেসে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম গুলো।

Exit mobile version