Site icon Jamuna Television

ফাইনালের প্রথম বলেই উইকেট নিলেন নাহিদুল

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেটের ফাইনালে টস জিতে ফিল্ডিং নিয়েছে গাজী-গ্রুপ চট্টগ্রাম। এই ম্যাচের প্রথম ওভারেই বল হাতে তুলে দেয়া হয় নাহিদুলের।

অধিনায়কের এই ভরসার প্রতিদান ঠিকই দিয়েছেন এই স্পিনার। ম্যাচের প্রথম বলেই দারুণ ছদ্মে থাকা খুলনার ওপেনার জহুরুল ইসলামকে তুলে নিয়ে চট্টগ্রামের দর্শকদের আনন্দে ভাসান নাহিদুল। জহুরুলের ক্যাচটি নিয়েছেন মিড অফে দাঁড়িয়ে থাকা ফিল্ডার মেসাদ্দেক হোসেন সৈকত।

নিজের দ্বিতীয় ওভারেও উইকেট নিয়েছেন এই স্পিনার। ওভারে চতুর্থ বলে ইমরুল কায়েসকে প্যাভিলিয়নের পথ দেখিয়ে চট্টগ্রামকে দারুন শুরু এনে দিয়েছেন নাহিদুল। লং অফে ফিলডিং করা সৌম্য সরকারের হাতে ধরা পরেন ইমরুল কায়েস।

Exit mobile version