Site icon Jamuna Television

১৭ হাজার টাকার খাবার খেয়ে বকশিশ সাড়ে ৪ লাখ!

১৭ হাজার টাকার খাবার খেয়ে বকশিশ সাড়ে ৪ লাখ!

রেস্তোরাঁয় খাবারের বিল হয়েছে ১৭ হাজার টাকা। বিল পরিশোধ করে ওয়েটারকে বকশিশ দিলেন ৪ লাখ ২০ হাজার টাকা। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার অ্যান্থনির প্যাক্সন রেস্তোরাঁয় ঘটেছে এই ব্যতিক্রমী ঘটনা। খবর আনন্দবাজার পত্রিকার।

এ ঘটনা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই ব্যক্তির সহৃদয়তার প্রশংসায় মেতেছেন নেটিজেনরা।

প্যাক্সন রেস্তোরাঁয় ওয়েটারের কাজ করেন গিয়ানা ডিঅ্যাঞ্জেলো। এখানে কাজ করার পাশাপাশি চেস্টারের উইডেনার বিশ্ববিদ্যালয়ে পড়ালেখাও করেন তিনি। সম্প্রতি রেস্তোরাঁয় এক আগন্তুক খেতে আসেন।

খাওয়ার বিল হয়েছিল ২০৫ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৭ হাজার ২০০ টাকা)। বিল পরিশোধ করে আগন্তুক ওই নারী ওয়েটারকে বকশিশ হিসাবে দিয়েছেন ৫ হাজার ডলার (৪ লাখ ২০ হাজার টাকা)।

ওই ব্যক্তির থেকে এত বড় বকশিশ পেয়ে খুশি গিয়ানা।

গিয়ানা গণমাধ্যমকে বলেছেন, উনি খুশি হয়ে যা টিপস দিতেন তাতেই আমি খুশি হতাম। কিন্তু এই পরিমাণ বকশিশের ব্যাপারটি এখনও বিশ্বাস করতে পারছি না। এই টাকা দিয়ে কলেজের বাকি ফি মেটানোর পাশাপাশি, ভালো কাজে ব্যয় করবেন বলে জানিয়েছেন গিয়ানা। তিনি জানান, আগন্তুক তার পরিচয় জানাতে নিষেধ করেছেন।

Exit mobile version