Site icon Jamuna Television

বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা

=কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগঠক বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

দায়েরকৃত মামলার বাদি কয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হারুন অর রশিদ। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে কুমারখালী থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

এর আগে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হারুন অর রশিদ, কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি নিজামুল হক চুন্নু, কলেজের নাইট গার্ড খলিলুর রহমান ও কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিচুর রহমানকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
এই ঘটনায় অভিযুক্ত কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ইউএইচ/

Exit mobile version