Site icon Jamuna Television

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে কে কতো টাকা পেলো?

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ছিলো পুরস্কারের বন্যা। অর্ধ কোটি টাকার পুরস্কারের মধ্যে চ্যাম্পিয়ন খুলনার সব খেলোয়াড়রা পেলো দেড় লক্ষ টাকা করে। আর চট্টগ্রামের সবাই পেয়েছে ৭৫ হাজার টাকা করে।

সবচেয়ে বেশি টাকা পকেটে গেছে মোস্তাফিজুর রহমানের। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হিসেবে ৩ লক্ষ আর সেরা বোলার হিসেবে ২ লাখ টাকা পেয়েছেন তিনি। ফাইনালের সেরা হওয়া মাহমুদউল্লাহ পেয়েছেন ১ লক্ষ টাকা। আর আসরের সেরা ব্যাটসম্যান হয়ে লিটন পেয়েছেন দুই লাখ।

সেরা বোলার আর আসরের সেরা খেলোয়াড় হবার পাশাপাশি দল রানার্স আপ হওয়ায় সর্বোচ্চ ৫ লাখ ৭৫ হাজার টাকার পুরস্কার পেয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ২য় সর্বোচ্চ আড়াই লক্ষ টাকা পুরস্কার পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদও সন্তুষ্ট এমন আয়োজনে।

এর বাইরে বিশেষ পুরস্কার হিসেবে এক লক্ষ টাকা করে পেয়েছেন নাজমুল শান্ত, পারভেজ ইমন, শরিফুল ইসলাম আর রবিউল ইসলাম রবি।

ইউএইচ/

Exit mobile version