Site icon Jamuna Television

পীরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের ছবি তোলায় সাংবাদিককে লাঠিপেটা করার অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার টাঙ্গন নদীর বালু অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে, এমন ছবি তুলতে গিয়ে স্থানীয় দুই সাংবাদিক লাঞ্ছিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নে টাঙ্গন নদীর বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছবি তুলতে গেলে ওই দুই সাংবাদিককে লাঠি দিয়ে মারপিট করেন হবি নামে এক বালু সিন্ডিকেটের সদস্য। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত সাংবাদিকদের উদ্ধার করলেও এ সময় পালিয়ে যায় হবি ও তার সহযোগীরা।

ঘটনাস্থল থেকে বালু ভর্তি দুটি মহেন্দ্র ট্রাক্টর উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় এখনো দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করায় স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে, তারা যত ক্ষমতাধর হোক না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউএইচ/

Exit mobile version