Site icon Jamuna Television

জাতীয় কবির ৪১তম মৃত্যুবার্ষিকী

প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের এই দিনে তৎকালীন পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় তাকে।

জাতীয় কবি নজরুল ইসলাম কবিতার পংক্তিমালা আর গানে আছেন শোষিত-নিপীড়িত মানুষের সংগ্রামী জীবনে। শোষন -বঞ্চনার বিরুদ্ধে নজরুল ছিলেন অকূতোভয়। তাইতো তিনি প্রতিবাদে-দ্রোহে কিংবা প্রেম-বিরহে আছেন মানুষের মনের মণিকোঠায়। তারুণ্য তার লেখনীর অনন্য শক্তি।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কবির সমাধিতে শ্রদ্ধা জানান কবির নাতনি খিলখিল কাজীসহ অন্য সদস্যরা। এরপর শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকসহ নানা সংগঠন ও শ্রেণিপেশার মানুষ। আত্মার মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ ও দোয়া করেন অনেকে।

Exit mobile version