Site icon Jamuna Television

হলিউডের সিনেমায় ভারতের দক্ষিণী অভিনেতা ধানুশ

এবার নেটফ্লিক্সের জন্য নির্মিত হতে যাচ্ছে বিশাল বাজেটের সিনেমার ‘দ্য গ্রে ম্যান’। সিনেমাটি প্রযোজনা করবেন ‘অ্যাভেঞ্জার্স: অ্যান্ডগেম’ খ্যাত জুটি অ্যান্টনি ও জো রুশো। বিগ বাজেটের সেই সিনেমাতেই যুক্ত হলেন ভারতের দক্ষিণী ছবির অভিনেতা ধানুশ।

শুক্রবার ধানুশ এক টুইটবার্তায় লিখেন, ‘রুশো ব্রাদার্স প্রযোজিত এবং রায়ান গসলিন এবং ক্রিস ইভানস অভিনীত নেটফ্লিক্সের ‘দ্য গ্রে ম্যান’-এ অভিনয় করতে যাচ্ছি। এটা সত্যিই খুব আনন্দের। অ্যাকশনধর্মী এই সিনেমার অংশ হতে পারাটা আমার জীবনের বিশাল এক অভিজ্ঞতা ও প্রাপ্তি হবে।’

সিনেমাটিতে ক্রিস ইভানস, রায়ান গসলিন এবং আনা ডি আরমাসের মকো হলিউড সুপারস্টারদের সঙ্গে অভিনয়ের সুযোগ পাচ্ছেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

মার্ক গ্রানির উপন্যাস অবলম্বনে এই অ্যাকশন স্পাই থ্রিলারটি নির্মিত হবে। সিনেমাটির বাজেট হবে প্রায় ২০০ মিলিয়ন ডলার!

আগামী বছরের জানুয়ারিতে লস অ্যাঞ্জেলসে সিনেমার শুটিং শুরুর পরিকল্পনা আছে নির্মাতার।

ইউএইচ/

Exit mobile version