Site icon Jamuna Television

নাটোরে অগ্নিদগ্ধ হয়ে প্রতিবন্ধী নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, নাটোর:

নাটোরে বসতঘরে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে শিল্পী খাতুন নামে ৩৫ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার ভোর পাঁচটার দিকে সদর উপজেলার তেঘরিয়া কদমতলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিল্পী একই গ্রামের মোহাম্মদ চৌধুরীর মেয়ে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার ভোর ৫টার দিকে হঠাৎ মানসিক প্রতিবন্ধী শিল্পীর বসতঘরে আগুন লাগে। দ্রুত আগুন সারাঘরে ছড়িয়ে পড়লে দগ্ধ হন তিনি।

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। সারা শরীর পুড়ে যাওয়ায় কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা, চাউল ও কম্বল দেয়া হয়।

ইউএইচ/

Exit mobile version