Site icon Jamuna Television

অ্যারিজোনায় ধ্বংস করা হলো পাওয়ার প্ল্যান্টের তিনটি টাওয়ার

অ্যারিজোনায় ধ্বংস করা হলো নাভাহো আদিবাসীদের স্মৃতিবিজড়িত পাওয়ার প্ল্যান্টের তিনটি টাওয়ার। প্রায় ৭৭৫ ফুট উচ্চতার টাওয়ার তিনটি বিস্ফোরক দিয়ে ধসিয়ে দেয়া হয়।

অ্যারিজোনার নাভাহো আদিবাসী গোষ্ঠীর জীবনমান উন্নয়নে পাওয়ার প্ল্যান্টটি তৈরি হয়। তবে পরিবেশ দূষণের অভিযোগ ওঠে এই প্ল্যান্টটির বিরুদ্ধে। এর পাশাপাশি গ্যাস ও সোলারের মতো বিকল্প জ্বালানী জনপ্রিয় হওয়ায় চাহিদা কমতে থাকে কয়লাভিত্তিক এই পাওয়ার প্ল্যান্টটির। ফলে এটি বন্ধ হয়ে যায় গেলো বছর।

কর্তৃপক্ষ জানায়, পুরনো হওয়ার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিলো প্ল্যান্টটি।

ইউএইচ/

Exit mobile version