Site icon Jamuna Television

সিনেমার আদলে মার্কিন মহাকাশ প্রতিরক্ষা বাহিনীর নতুন নাম ‘গার্ডিয়ানস’

হলিউড মুভির আদলে ডাকা হবে মার্কিন মহাকাশ প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানান, স্পেস ফোর্সের সদস্যরা এখন থেকে পরিচিত হবেন ‘গার্ডিয়ানস’ নামে।

গেলো বছর এই বাহিনী গঠন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সামরিক বাহিনীর বিশেষায়িত এই বিভাগ মহাকাশ নিরাপত্তায় নিয়োজিত।

রাশিয়া ও চীন থেকে আক্রমণ প্রতিহত করার লক্ষ্যে গঠন করা হয় এই বাহিনী। হলিউডের বিখ্যাত মুভি গার্ডিয়ান অব গ্যালাক্সির নামের আদলে এই বাহিনীর সদস্যরা পরিচিত হবেন।

ইউএইচ/

Exit mobile version