Site icon Jamuna Television

টেনিস তারকা মারিয়া শারাপোভার বাগদান সম্পন্ন

বাগদান সম্পন্ন হলো টেনিসের গ্ল্যামার গার্ল খ্যাত মারিয়া শারাপোভার। ৪১ বছর বয়সী ব্রিটিশ ব্যবসায়ী অ্যালেক্সান্ডার গিলকসের সাথে বাগদান হয়েছে এই সফল টেনিস তারকার। নিজের ইনস্টাগ্রামে এই তথ্য নিশ্চিত করেছেন ৩৩ বছর বয়সী শারাপোভা।

গিলকস ব্রিটেনের বেশ নামকরা ব্যবসায়ী এবং ফ্যাশন ডিজাইনার। তবে তার আরও একটি পরিচয় আছে। তিনি ব্রিটিশ যুবরাজ প্রিন্স উইলিয়ামসের বন্ধু।

রুশ টেনিস তারকা শারাপোভার ক্যারিয়ারজুড়ে অর্জনের খাতাটা বেশ সমৃদ্ধ। ব্যবসাতেও সফল তিনি। জীবনের নতুন ম্যাচেও সফল হবেন, এমনটাই অভিনন্দন জানিয়েছেন নেটিজেনরা।

ইউএইচ/

Exit mobile version