Site icon Jamuna Television

অভিবাসী বাংলাদেশিদের করোনার টিকা নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ মন্ত্রী

অভিবাসী বাংলাদেশিদের জন্য যাতে অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ। এ সংক্রান্ত চিঠি স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে ছায়া সংসদে এ কথা জানান তিনি।

তিনি বলেন, শ্রমিকদের যেন কোনো কষ্ট না হয় সেদিকে খেয়াল করে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়েছে। বলেন, দালালরা যেন প্রলোভন দেখিয়ে অবৈধভাবে বিদেশে নিয়ে যেতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, রিক্রুটিং এজেন্সির আড়ালে কোনো নিরীহ কর্মীর সাথে যাতে প্রতারণা করা না হয় সে বিষয়ে সরকারকে সজাগ থাকার আহবান জানান।

ইউএইচ/

Exit mobile version