Site icon Jamuna Television

যশোরে ৫ লাখ ইউএস ডলারসহ দুই হুন্ডি ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

যশোরে পাঁচ লাখ আমেরিকান (ইউএস) ডলারসহ দুই হুন্ডি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। জব্দ ডলার বাংলাদেশের টাকায় প্রায় সাড়ে চার কোটি টাকা।

রোববার দুপুরে ৪৯ বিজিবি ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা। গ্রেফতার দুই হুন্ডি ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার দাউদকান্দি থানার তুলাতলা গ্রামের মফিজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম ও চাঁদপুর জেলার মতলব থানার খান্ডড়ীয়া গ্রামের রশিদ বেপারীর ছেলে হৃদয় মিয়া।

৪৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোরের নাভারণ-উলাসী পাকা রাস্তার উপর অভিযান চালানো হয়। এ সময় ঢাকাগামী একটি টয়োটা (ঢাকা মেট্টো-গ- ৩১-৭৮০৯) নম্বর প্রাইভেটকার তল্লাশি শুরু করে।

প্রাইভেটকারের দরজায় বিশেষ বক্সে বিশেষ লুকানো অবস্থায় ৫০ বান্ডিল প্রতিটিতে ১০ হাজার করে পাঁচ লাখ ইউএস ডলার জব্দ করা হয়। যা বাংলাদেশি টাকায় চার কোটি চল্লিশ লাখ পাঁচ হাজার তিনশত টাকা।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে তারা দীর্ঘদিন ধরে হুন্ডি ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version