Site icon Jamuna Television

মহাসড়কে ডাকাতি ঠেকাতে কাটতে হলো জঙ্গল

ঝিনাইদহ প্রিতিনিধি:

ঝিনাইদহ-যশোর মহাসড়কের দু’পাশে ডাকাতি ঠেকাতে দুইপাশের জঙ্গল কেটে ফেলা হয়েছে। তাই নিরাপদ সড়কের পরিবেশ সৃষ্টিতে অপ্রয়োজনীয় গাছ ঝোঁপঝাড় কাটার উদ্যোগ নেন জেলা পরিষদ ঝিনাইদহের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল।

রোববার দুপুরে জঙ্গল কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন বারোবাজার হাইওয়ে পুলিশের ওসি মেসবাহ উদ্দীন। অপ্রয়োজনীয় গাছপালা গজিয়ে উঁচু জঙ্গলের সৃষ্টি হওয়ায় এলাকায় ডাকাতের উপদ্রব বেড়ে যায়। যে কারণে গভীর রাতে মহাসড়কের পাশের ঝোপঝাড় সৃষ্টিতে ভুতুড়ে পরিবেশ বিরাজ করে। প্রায়ই ঘটে ডাকাতির মত ঘটনা। পথচারীদের হারাতে হয় কাছে থাকা মালপত্র। পরিবহন চালকসহ পথচারীদের কাছে এটা আতঙ্ক বিরাজ করে।

জাহাঙ্গীর হোসেন সোহেল জানান, মহাসড়কের পাশের জঙ্গলের কারণে তিনি উদ্যোগ নিয়েছেন কেটে নিরাপদ সড়কের জন্য। রাতে এ জঙ্গলের মধ্যে ডাকাতরা বসে থাকলেও বোঝার উপায় থাকে না। যে কারণে প্রায়ই ঘটে ডাকাতির ঘটনা। ইতোমধ্যে প্রায় ১ কিলোমিটারের মত জঙ্গল পরিষ্কার করা হয়েছে। বাকিটাও তাড়াতাড়ি শেষ হবে বলেও জানান তিনি।

বারোবাজার হাইওয়ে পুলিশের ওসি মেসবাহ উদ্দীন বলেন, রাতের বেলায় ডাকাতি ঠেকাতে প্রশাসনের সদস্যরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। অনেক সময় রাতের টহল পুলিশেরও নিরাপত্তা থাকে না। ফলে মহাসড়কের দু’পাশের জঙ্গল কেটে পরিষ্কার করার একটা ভালো উদ্যোগ নেয়া হয়েছে।

Exit mobile version