Site icon Jamuna Television

ব্রাহ্মণবাড়িয়ায় নুরের বিরুদ্ধে মামলা

ফাইল ছবি।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

সাবেক ডাকসু’র ভিপি ও ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রতিষ্ঠাতা নুরুল হক নুরের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া আদালতে মামলা দায়ের করা হয়েছে।

রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রথম আদালতে বাদি হয়ে মামলাটি দায়ের করেন জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল। মামলায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভনসহ ছাত্রলীগের ৬জন নেতাকর্মীকে সাক্ষী করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, ১৬ ডিসেম্বর রাত ৮টায় নুর তার ফেসবুক আইডি থেকে সরকার ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে সাধারণ মানুষকে উসকিয়ে দেওয়ার হীন মানসিকতার আক্রমণাত্মক মিথ্যা ভীতি প্রদর্শক তথ্য উপাত্ত প্রকাশ করেছেন। যেমন স্বাধীন বাংলাদেশ সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে বেহুদা কমিশন, বাংলাদেশের বৈধ নির্বাচিত সরকারকে বারবার অবৈধ অনির্বাচিত সরকার বলা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগকে বঙ্গবন্ধুর আদর্শ বিরোধী বলা, বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের বার বার কুলাঙ্গার বলে এবং বাংলাদেশ সরকারকে বিদেশী পা চাটা তাবেদার সরকার বলে বিভিন্ন অশালীন বক্তব্য প্রকাশ করেছেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, এছাড়া এই মামলার বাদিকে নাম উল্লেখ করে মাদকাসক্ত ও ফেন্সিডিল ব্যবসায়ী উল্লেখ করে অসত্য মানহানিকর বক্তব্য পেশ করেছেন নুর। আসামি মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিতভাবে দাঙ্গা ফ্যাসাদের মাধ্যমে দেশে অশান্ত পরিবেশ সৃষ্টি করতে ও মিথ্যা তথ্য দিয়ে বাদির মান সম্মান বিনষ্ট করেছে।

বাদি পক্ষের আইনজীবী একরাম হোসেন ডালিম জানান, ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রথম আদালতের হাকিম আয়েশা বেগম মামলাটি শুনানি করবেন। আমরা শুনানির প্রতীক্ষায় রয়েছি।

Exit mobile version