Site icon Jamuna Television

সাতক্ষীরায় কৃষি ব্যাংকের ভেতর থেকে ঘুমন্ত যুবক আটক

নিজস্ব প্রতিনিধি:

অফিস শেষে ব্যাংকের ভল্টসহ প্রধান গেটে তালা ঝুলিয়ে বাড়িতে গেছেন সবাই। রাতে নাইটগার্ড ডিউটিতে এসে দেখে তালাবদ্ধ ব্যাংকের ভেতরে দিব্যি ঘুমাচ্ছে এক ব্যক্তি।

প্রথমে ডাকাত ভেবে তাকে জাপটে ধরেন নাইট গার্ড, হয় ধস্তাধস্তি। এসময় নাইটগার্ডের করা আঘাতে সংজ্ঞাহীন হয়ে পড়ে ওই যুবক। পরে পুলিশ এসে আটক করে তাকে। আটক যুবকের দাবি, বিকেলে ব্যাংকের ভেতরে কাজে এসে ঘুমিয়ে পড়েছিলেন তিনি।

রোববার রাতে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষি ব্যাংক কালীগঞ্জ শাখায় এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম ইমরান হোসেন (২৮)। সে কালীগঞ্জ উপজেলার বারদাহ গ্রামের আজিজুর রহমানের ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত ওই যুবককে পুলিশি হেফাজতে রেখে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক জানিয়েছে সে পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালায়। বিকেলে ব্যাংকের ভেতরে কাজে এসে ঘুমিয়ে পড়ে সে।

দেলোয়ার হুসেন আরও জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ব্যাংক ডাকাতির কোন আলামত পাওয়া যায়নি। তবে ওই যুবক কীভাবে ব্যাংকের ভিতরে ছিল সে বিষয়ে তদন্ত চলছে।

Exit mobile version